Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৩

সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্‌স চার্টার)

 

ভূমিকাঃ

       বাংলাদেশ জরিপ অধিদপ্তর (Survey of Bangladesh) ১৭৬৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত জরিপ ও মানচিত্র প্রণয়নকারী একটি জাতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান। অত্র অধিদপ্তর সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত  ডিজিটাল মানচিত্র ও ভূস্থানিক তথ্য-উপাত্ত সরবরাহ করে দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অনন্য ভূমিকা পালন করে আসছে । উক্ত মানচিত্র ও তথ্য-উপাত্ত প্রস্তুত ও ব্যবহারকারীদের সরবরাহের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত বিবরণী সংযোজিত হলোঃ

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলীঃ

১।  সমগ্র বাংলাদেশের টপোগ্রাফিক জরিপ কাজ পরিচালনা, মানচিত্র প্রণয়ন, মুদ্রণ, জিআইএস ডাটাবেইজ প্রস্তুত, হালনাগাদ করণ, সরবরাহ ও সংরক্ষণ করা। দেশের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অত্র অধিদপ্তরের প্রস্তুতকৃত মানচিত্র ও উপাত্ত সরবরাহ করা।

২।  ১ঃ২৫,০০০ অথবা বৃহত্তর স্কেলে সমগ্র বাংলাদেশের টপোগ্রাফিক ভিত্তি মানচিত্র (Base Map) প্রণয়নের জন্য সরেজমিনে জরিপ কাজ পরিচালনা, মানচিত্র প্রণয়ন, মুদ্রণ, সরবরাহ ও সংরক্ষণ করা। নির্দিষ্ট সময় অন্তর অন্তর  মানচিত্র সমূহ সংশোধন ও হালনাগাদ করে নতুন সংস্করণ প্রকাশ করা।

৩।  প্রধান প্রধান শহর অঞ্চলের Large স্কেলে (১ঃ২৫০০, ১ঃ৫০০০, ১ঃ১০,০০০) টপোগ্রাফিক মানচিত্র প্রণয়ন ও নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানচিত্র সমূহ সংশোধন এবং হালনাগাদ করে নতুন সংস্করণ প্রকাশ করা।

৪।  ভিত্তি মানচিত্র (Base Map) হতে ১ঃ৫০,০০০, ১ঃ২,৫০,০০০, ১ঃ৫,০০,০০০ এবং ১ঃ১০,০০,০০০ স্কেলের মানচিত্র প্রণয়ন, মুদ্রণ, সরবরাহ ও সংরক্ষণ করা। নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানচিত্র সমূহ হালনাগাদ করে নতুন সংস্করণ প্রকাশ করা।

৪.১। সমগ্র বাংলাদেশের যোগাযোগ মানচিত্র, বিভাগীয় মানচিত্র, জেলা মানচিত্র ও উপজেলা মানচিত্র প্রণয়ন, হালনাগাদ করন ও নতুন সংস্করণ প্রকাশ করা। 

৪.২। সমগ্র দেশের ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ম্যাপ প্রণয়ন করা এবং চাহিদাকারীদের সরবরাহ করা। 

৫। দেশের হালনাগাদ মানচিত্র প্রণয়নের লক্ষ্যে আকাশ আলোকচিত্র গ্রহণ (এরিয়াল ফটো, ইউএভি, লাইডার) , ডেভেলপমেন্ট , মাননিয়ন্ত্রণ, মুদ্রণ ও সরবরাহ এবং ইতিপূর্বে প্রস্তুতকৃত সকল ফিল্ম নেগেটিভ ও ডিজিটাল আকাশ আলোকচিত্রের হার্ডকপি ও সফট কপি রক্ষণাবেক্ষণ করা। এ ছাড়া, দেশী-বিদেশী সংস্থা কর্তৃক ধারণকৃত প্রামাণ্য (Documentary) আকাশ আলোকচিত্র ভেটিং শেষে বাংলাদেশ জরিপ অধিদপ্তরে সংরক্ষণ করা।

৬।  সমগ্র দেশের ডিজিটাল এলিভেশন মডেল (DEM), ডিজিটাল সারফেস মডেল (DSM) এবং  অর্থোফটো প্রস্তুত ও সরবরাহ করা।

৭।  জিপিএস/জিএনএসএস প্রযুক্তির সাহায্যে স্পট হাইট নির্ণয়ের জন্য বাংলাদেশের জিওইড (Geoid) মডেল প্রস্তুত করা।

৮।  ন্যাশনাল হরাইজন্টাল ও ভার্টিক্যাল ড্যাটাম স্থাপন, জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট স্থাপন, রক্ষণাবেক্ষণ, উপাত্ত সরবরাহ করা।

৯।   টাইডাল ষ্টেশন স্থাপন, রক্ষণাবেক্ষণ, তথ্য উপাত্ত সংগ্রহ, বাংলাদেশের জন্য গড় সমুদ্র সমতল (MSL) নির্ণয় ও বেঞ্চমার্ক সমূহের তথ্য উপাত্ত হালনাগাদ করা এবং সরবরাহ করা।

১০।  বাংলাদেশ-ভারত (পার্বত্য এলাকা) এবং বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করা। সীমানা চিহ্নিত করণের সকল স্থাপনা নির্মাণ, মেরামত ও সংরক্ষণ করা। সীমানা সম্পর্কিত দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি সম্পাদন/নবায়ন কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সহায়তা করা।

১১।  বিভিন্ন স্কেলের ভৌগোলিক, রাজনৈতিক, যোগাযোগ, থিমেটিক, গাইডম্যাপ ও প্রত্নতাত্ত্বিক ম্যাপ প্রণয়ন, মুদ্রণ, সরবরাহ এবং সংরক্ষণ করা। নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানচিত্র সমূহ হালনাগাদ করে নতুন সংস্করণ প্রকাশ করা।

১২।  বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিএএফ চার্ট প্রস্তুত ও সরবরাহ করা।

১৩।  সরকারি, আধা-সরকারি,স্বায়ত্বশাসিত, বেসরকারি সংস্থার ও ব্যক্তি বিশেষের চাহিদানুসারে জরিপ, মানচিত্র প্রণয়ন, মুদ্রণ ও সরবরাহ করা।

১৪।  সমুদ্রসীমা নির্ণয় কাজে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান করা।

১৫।  বিভাগীয় ও বহির্বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের জরিপ ও মানচিত্র প্রণয়ন কাজে প্রশিক্ষণ প্রদান করা। জরিপ ও মানচিত্র প্রণয়ন বিষয়ে গবেষণা পরিচালনা, ইহার পরিধি বিস্মৃতিকরণ, জরিপ ও মানচিত্র প্রণয়ন কর্মকান্ডে নিয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ।

১৬।  জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System, GIS) এর ভিত্তি হিসাবে সমগ্র বাংলাদেশের টপোগ্রাফিক্যাল ডাটাবেইজ (Topographical Database) প্রস্তুত, রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ করা এবং GIS বেসিক ডাটা প্রস্তুত ও সরবরাহ করা।

১৭।  সমগ্র বাংলাদেশ অথবা অংশ বিশেষের স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করে মানচিত্র প্রণয়ন করা।

১৮।  National Spatial Database Infrastructure (NSDI) গঠনে মূখ্য ভূমিকা পালন করে বিভিন্ন ভৌগোলিক (Geo-Spatial) ডাটা সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত অফিস, বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আদান প্রদান করা।

১৯।  দূর্যোগপ্রবণ এলাকার ক্ষয়ক্ষতি নিরুপনের লক্ষ্যে হ্যাজার্ড ম্যাপ প্রণয়ন করে দূর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা প্রদান। 

২০।  সমুদ্রপৃষ্ঠ হতে কোন স্থানের সঠিক উচ্চতা নির্ণয়ের জন্য গ্রাভিটি সার্ভে পরিচালনা করা।

২১।  টপোগ্রাফিক্যাল জরিপ কাজে নিয়োজিত বেসরকারি জরিপ কোম্পানী নিবন্ধণের মাধ্যমে কোম্পানীর কর্মদক্ষতা, উপযুক্ততা পরীক্ষা করে মানসম্মত জরিপ কাজ নিশ্চিত করা।

২২।   সুনামী সতর্কী করণে Intergovernmental Oceanographic Commission (IOC) কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

 

বাংলাদেশ সরকারের Vision 2041 - Smart Bangladesh গড়ার লক্ষে বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত সেবাসমূহের মধ্যে নিম্নবর্ণিত সেবাসমূহ 'এসওবি ডাটা সার্ভিস' (https://data.sob.gov.bd/) ওয়েব পোর্টালের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন পেমেন্ট দ্বারা সরাসরি প্রদান করা হয়ে থাকে। 

 

১।  ম্যাপ স্কেল - ১ : ১০,০০০০০ 
২।  
ম্যাপ স্কেল - ১ : ৫,০০০০০ 
৩।  
ম্যাপ স্কেল - ১ : ২৫,০০০
৪।  বিভাগীয় মানচিত্র 
৫।  জেলা মানচিত্র 
৬।  উপজেলা মানচিত্র 
৭।  গাইড ম্যাপ  
৮।  বাংলাদেশ যোগাযোগ মানচিত্র 
  
৯।  জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট 
১০।  টাইড ডাটা  (৬ সেকেন্ড)
১১।  টাইড ডাটা  (প্রতি ঘন্টা)
১২।  জিআইএস ডাটা স্কেল ১ : ২৫,০০০ জিডিবি(GDB), এসএইচপি(shp) ফরমেট 

 

এ ছাড়াও বাংলাদেশ জরিপ অধিদপ্তরে বিদ্যমান GNSS - CORS সেবাসমূহ অনলাইন এর মাধ্যমে (http://202.40.181.3/) প্রদান করা হয় । 

 

 

যোগাযোগঃ

সহকারী সার্ভেয়ার জেনারেলঃ ফোন- ৯১১৪১৯১, মোবাইল +৮৮০১৮৫৪৫৫৮৮১১

     ইনচার্জ, এম.আর.আই.ওঃ  ফোন-৮১৭০৩৯৮, মোবাইল +৮৮ ০১৯১৩০৭৯২৩০

     ওয়েব সাইট: www.sob.gov.bd

     ই-মেইল:  info@sob.gov.bd